আপনি কি নিজেকে সৎ, দুঃসাহসী, চ্যালেঞ্জিং মনে করেন? তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর ৮১ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে (পুরুষ/মহিলা) অংশগ্রহন করুন আর দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন।
আবেদনের শেষ তারিখ ১৭ই ফেব্রুয়ারী, ২০১৮।
সুযোগ সুবিধাসমূহ
- বেতন/ভাতাঃ প্রশিক্ষনকালীন ক্যাডেটগন মাসিক ১০০০০/= টাকা এবং কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট পদবীর ভাতাদী অনুসারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সমুহ পাবে ।
- সন্তানদের অধ্যয়নঃ নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্স মেডিকেল কলেজ, মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ও সেনাবাহীনি দ্বারা পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ ।
- বাসস্থান ও চিকিৎসাঃ নিয়ারাপদ ও মনোরোম পরিবেশে বাসস্থান প্রাপ্তি ও দেশে – বিদেশে উচ্চমানের চিকিৎসা প্রাপ্তি এর সুযোগ।
- এএইচএস/ডিওএইচএস এ প্লট/ফ্ল্যাটঃ নির্ধারিত শর্ত সাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে এএইচএস/ডিওএইচএস এ প্লট/ফ্ল্যাট প্রাপ্তির সুযোগ ।
- জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনিতে যোগদান করে বিদেশ ভ্রমন ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধি।
- বিদেশে প্রশিক্ষনঃ প্রশিক্ষনের বিভিন্ন পর্যায়ে মেধাবী ক্যাডেটগণকে কমিশন এর বিভিন্ন ধাপে বিদেশে প্রশিক্ষনের সুযোগ।
- বৈদেশিক নিয়োগঃ বাংলাদেশ দূতাবাস সমুহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ।
- উচ্চতর শিক্ষাঃ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রী অর্জনের সুযোগ।
