বাংলা ব্যাকরণ

ভাষায় ব্যবহৃত সবচেয়ে ক্ষুদ্রতম একক কে বলে - বর্ণ।

বর্ণ কত প্রকার - ২ প্রকার।

কত গুলো বর্ন পাশাপাশি বসে কোন

অর্থ প্রকাশ করলে তাকে বলে - শব্দ।

কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে বলে - বাক্য।

কোন পদের বিভক্তি হয় না - অব্যয় পদের বিভক্তি হয় না।

ব্যাঞ্জণবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে - ফলা - (৬ টি)।

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে - কার - (১০ টি)।

চর্যা পদের আনুমানিক বয়স কত - প্রায় এক হাজার বছর।

বাংলা ভাষার আনুমানিক বয়স কত - প্রায় দেড় হাজার বছর।

বাংলা সাহিত্যের প্রাচিন তম শাখা কি - কাব্য।

বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে কি বলে - উদ্দেশ্য বলে।

যা সিদ্ধ হয় নি – আতপ।

যা পূর্বে ঘটে নি - অঘটনপূর্ব।

গলাকাটা -সাংঘাতিক ব্যাপার।

খাবি খাওয়া -হিমশিম খাওয়া।
Previous Post Next Post