বাংলাদেশের জানা অজানা



1. বাংলাদেশের একমাত্র জলপ্রপাত

কোথায় অবস্থিত? 

উওর : মৌলভীবাজার

2. বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? 

উওর : খুলনা

3. ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? 

উওর : ঢাকা

4. বাংলাদেশের প্রথম ইকো পার্ক

কোথায় অবস্থিত? 

উওর : চট্টগ্রামে

5. বাংলাদেশের শীতল পানির

ঝর্ণা কোথায় অবস্থিত? 

উওর : হিমছড়ি পাহাড়, কক্সবাজার

সম্প্রদায়---

উপজাতির নাম---- আবাসস্থল

গারো------------ ময়মনসিংহ

চাকমা------------রাঙ্গামাটি ও খাগড়াছড়ি

সাঁওতাল------------ রাজশাহী ও দিনাজপুর

রাখাইন------------ পটুয়াখালী

মারমা------------ কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী

হাজং------------ ময়মনসিংহ ও নেত্রকোনা

রাজবংশী------------ রংপুর

মুরং------------ বান্দরবানের গভীর অরণ্যে

কুকি ------------ সাজেক ভেলী (রাঙ্গামাটি) 

হুদি------------ নেত্রকোনা

পাংখো------------বান্দরবান

খাসিয়া------------সিলেট

ওরাও------------বগুড়া, রংপুর

টিপরা ------------খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম

লুসাই ------------পার্বত্য চট্টগ্রাম

খুমি------------ বান্দরবান

মনিপুরী------------ সিলেট

তনচংগা------------ রাঙ্গামাটি

রনজোগী------------ বান্দরবানের গভীর অরণ্যে

১.বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম? 

উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

২. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক? 

উঃ সোনালী ব্যাংক

৩. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল? 

উঃ মনিহার (যশোর) 

৪. বাংলাদেশের বৃহত্তম কন্টেনার জাহাজ? 

উঃ বাংলার দূত

৫. বাংলাদেশের বৃহত্তম শহর? 

উঃ ঢাকা

৬. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর? 

উঃ চট্টগ্রাম বন্দর ৭. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র? 

উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

৮. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র? 

উঃ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র 

৯.বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? 

উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া

১০. বাংলাদেশের বৃহত্তম হোটেল? 

উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা

১১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? 

উঃ তাজিংডং (বিজয়) (১২৩১ মিঃ) 

১২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়? 

উঃ গারো (ময়মনসিংহ) 

১৩. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ? 

উঃ বৈলাম (প্রায় ৬১মিটার) 

১৪. বাংলাদেশের দীর্ঘতম নদী? 

উঃ সুরমা

১৫. বাংলাদেশের প্রশস্ততম নদী? 

উঃ যমুনা

১৬. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ? 

উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:) 

১৭. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু? 

উঃ বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কি: মি:) 

১৮. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত? 

উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম) 

১৯. বাংলাদেশের দীর্ঘতম মানুষ? 

উঃ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি) 

২০. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত? 

উঃ লালখান, সিলেট (৩৮৭৭ মি:মি:) ২১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত? উঃ লালপুর, নাটোর ২২. বাংলাদেশের উষ্ণতম স্থান? উঃ নাটোরের লালপুর (৪৫.১ ডিগ্রী) 

২৩. বাংলাদেশের শীতলতম স্থান? 

উঃ সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রী) 

১, বাংলাদেশে স্টক একচেন্জ কয়টি? 

উ, ২ টি

২, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? 

উ, যমুনা সেতু

৩, লালন জাদুঘর কোথায় অবস্থিত? 

উ, কুষ্টিয়া

৪, অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? 

উ, চট্টগ্রাম

৫, জাতীয় পতাকা দিবস কবে? 

উ, ২মার্চ

৬, কত সালে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 

উ, ১৯৫৫

৭, সমুদ্রে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র কোনটি? 

উ, সাঙ্গু

৮, হলুদ বিহার কোথায় অবস্থিত? 

উ, নওগাঁ

৯, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? 

উ, ১৯৮৬

১০, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? 

উ, বৌদ্ধ

১১, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 

উ, ঢাকা

১২, পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? 

উ, সোনারগাঁও

১.সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।

২.সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।

৩.আয়তনে বড় জেলা- রাঙামাটি।

৪.আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।

৫.জনসংখ্যায় বড় জেলা- ঢাকা।

৬.জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।

৭.আয়তনে বড় থানা- শ্যামনগর (সাতক্ষীরা) 

৮.আয়তনে ছোট থানা- কোতোয়ালী(ঢাকা)।

৯.জনসংখ্যায় বড় থানা- বেগমগঞ্জ (নোয়াখালী)।

১০.জনসংখ্যায় ছোট থানা- রাজস্থলী (রাঙামাটি)।
Previous Post Next Post